logo ১৪ মে ২০২৫
কলেজের পরিচালনা পরিষদের দায়িত্বে ডিসি-ইউএনওরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ ডিসেম্বর, ২০১৩ ১১:৩৪:১৩
image

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজে পরিচালনা কমিটিতে সাংসদ ও তাঁর প্রতিনিধির বদলে সভাপতির দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। এর মধ্যে জেলা পর্যায়ের কলেজের ক্ষেত্রে ডিসি ও উপজেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার ইউএনও এই দায়িত্ব পালন করবেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় (অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি) সংশোধন সংবিধি ১৯৯৮ অনুসারে উপাচার্যের ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যেসব কলেজে সংসদ সদস্য অথবা তার মনোনীত প্রতিনিধিগণ গভর্নিং বডি/এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্বরত আছেন, এখন থেকে ওইসব কলেজে  সভাপতি হিসেবে জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে ইউএনওদের দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে।


তবে, প্রযোজ্য ক্ষেত্রে সভাপতির প্রতিস্বাক্ষরে বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তনের আবেদন জমা হলে নতুন করে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দেয়ার বিষয়ে বিবেচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।


(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এমএবি/এআর/ ঘ)