ঢাকা: সিলেট মহানগরের পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিকে চান না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তার জায়গায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমনা অথবা খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দিদার আহমেদকে এসএমপির কমিশনার করা হতে পারে। অন্যদিকে নিবাস চন্দ্র মাঝিকে নৌ পুলিশে বদলি করা হতে পারে। পুলিশের একটি বিশ্বস্ত সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত সিলেট মহানগরের পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিকে অপছন্দ করে আসছেন।
বদলির খবর শুনে অনানুষ্ঠিকভাবে বিদায় সেরে নিচ্ছেন নিবাস মাঝি। কাছের অনেকের কাছে ফোন করে বিদায় নিচ্ছেন তিনি
সূত্র আরো জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের লোক বলে পরিচিত ছিলেন এই মাঝি। নবগঠিত মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদে মহীউদ্দীন খান আলমগীর আর না থাকায় তিনি এখন আর কোনো জোর পাচ্ছেন না।
এ ব্যাপারে সিলেট মহানগরের পুলিশ কমিশনার নিবাস মাঝি বিষয়টি অস্বীকার না করে বলেন, বদলির অর্ডারটি তার কাছে এখনও আসেনি। এলে সবাইকে জানাবেন।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহা-পুলিশ পরিদর্শক (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী জানান, আমি বর্তমানে অসুস্থ রয়েছি তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারছি না।
উল্লেখ্য, সিলেটে গত ফেব্রুয়ারিতে সিলেট মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দেন নিবাস চন্দ্র মাঝি। এর আগে তিনি রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দায়িত্ব পালন করেছেন।
(ঢাকাটাইস/২৩নভেম্বর/এএ জেডএ)