ভারপ্রাপ্ত চারজনকে সচিবের মর্যাদা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমসন
১৮ নভেম্বর, ২০১৩ ১৭:০৩:০০
ঢাকা: জনপ্রশাসনে কর্মরত চার ভারপ্রাপ্ত সচিবকে পূর্ণাঙ্গ সচিবের মর্যাদা দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করে।
এরা হলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ, তথ্য সচিব মরতুজা আহমেদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এস এস নাজমুল ইসলাম এবং দুর্নীতি দমন কমিশনের সচিব মো. ফয়জুর রহমান।
তারা সবাই একই পদে এতদিন ভারপ্রাপ্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. হাবিবুর রহমানকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়েছে।
পদ্মা বহুমখী সেতু প্রকল্পের অতিরিক্ত উপসচিব এসএম সেলিম রেজাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে একই পদে বদলি করা হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)সেলের পরিচালক ড. মো. মনিরুজ্জামানকে সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজুর রহমানকে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের পরিচালক করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের উপসচিব দিল মোহাম্মদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/জেডএ/ঘ.)