logo ১৪ মে ২০২৫
সচিবের মর্যাদা পাচ্ছেন ভারপ্রাপ্ত পাঁচজন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ নভেম্বর, ২০১৩ ২১:৩১:৪৫
image

ঢাকা: জনপ্রশাসনে কর্মরত পাঁচ ভারপ্রাপ্ত সচিবকে পূর্ণাঙ্গ সচিবের মর্যাদা দেওয়া হচ্ছে। এরই মধ্যে এ সংক্রান্ত সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই তাঁরা ভারমুক্ত হবেন।


ওই পাঁচ ভারপ্রাপ্ত সচিব হলেন- মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. সেলিনা আফরোজ, তথ্য সচিব মরতুজা আহমেদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এস এস নাজমুল ইসলাম এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. এম এ কাদের সরকার।


বর্তমানে প্রশাসনে ৭২ জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে আবার কয়েকজন রয়েছেন সিনিয়র সচিবও। ভারপ্রাপ্ত সচিব রয়েছেন পাঁচজন, যারা এখনো অতিরিক্ত সচিব।


(ঢাকাটাইমস/ ১৩ নভেম্বর/ এইচএফ/ ২১.২৯ঘ.)