logo ১৪ মে ২০২৫
উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদে পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ নভেম্বর, ২০১৩ ২০:২৮:৪৬
image

ঢাকা: সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার বিভাগ) উপসচিব শেখ হামীম হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ পরিবর্তন করা হয়।


এছাড়া পৃথক আদেশে সিনিয়র সহকারী সচিব কুষ্টিয়ার এডিসি আকবর আলী, খুলনার এডিসি ড. মো. আব্দুল হাকিম, চট্টগ্রামের এডিসি মো. আবুল হাসনাত হুমায়ুন কবীর, নরসিংদীর এডিসি ড. একেএম ওয়ালী উল্লাহ এবং ঝিনাইদহের এডিসি মো. শহীদুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইদুর রহমানকে চট্টগ্রামের এডিসি, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফাকে খুলনার এডিসি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপপরিচালক মো. মাসুদুল হককে ঝিনাইদহের এডিসি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুর রহমানকে নরসিংদীর এডিসি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্তকৃত মো. শওকত আলীকে রাস্ট্রপতির কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।


মানিকগঞ্জের সাটুরিয়ার ইউএনও বেগম শাহীন আখতারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিলেট বিয়ানীবাজারের ইউএনও শহিদুল ইসলাম চৌধুরী, সিরাজগঞ্জের রায়গঞ্জের ইউএনও মো. ফিরোজ শাহ, নারায়ণগঞ্জের ইউএনও বেগম বদরুন নাহার, পাবনার বেড়া উপজেলার ইউএনও  সৈয়দ ইরতিজা আহসান, সাতক্ষীরা কালিগঞ্জের ইউএনও মো. তৌফিক ইলাহী চৌধুরী এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ইউএনও আবুল বাশারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।  


বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম নাজনীন পারভেীনকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, জাতীয় সংসদ সচিবালয়েরর সিনিয়র সহকারী সচিব অনুপ কুমার তালুকদারকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে,  পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম নাজনিন ওয়ারেসকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম মাহবুবা আইরিনকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব সুয়ে মিন জিউকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মামুনুর রশিদ, সঞ্জিব কুমার দেবনাথ,  ঢাকার মোহাম্মদপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জাম আহমেদ- এদের সকলকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মনিরুজ্জামান আল মাসুদকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


কক্সবাজারের এডিসি সৈয়দ মো. নুরুল বশির, বাগেরহাটের এডিসি খান মো. রেজা উন নবী ও নারায়ণগঞ্জের এডিসি মাহমুদুল কবির মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ আবুল হোসেনকে কক্সবাজারের এডিসি, অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব  সৈয়দ রাশেদুল হোসেনকে সাতক্ষীরার এডিসি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব  মো. মাহমুদুর রহমান হাবীবকে নারায়ণগঞ্জের এডিসি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা  মাহবুবুর রহমানকে বাগেরহাটের এডিসি করা হয়েছে।


(ঢাকাটাইমস/ ৫ নভেম্বর/ এইচএফ/ ২০.১৬ঘ.)