ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করে।
এর আগে রবিবার পেশাজীবীদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘভাতা দেয়ার ঘোষণা দেন। এর ২৪ ঘণ্টা পর হতে না হতেই এ ব্যাপারে প্রজ্ঞাপণ জারি করল অর্থ বিভাগ।
(ঢাকাটাইমস/ ৭ অক্টোবর/ এইচএফ/ ১২.৫৭ঘ.)