ঢাকা: টাঙ্গাইল জেলার অতিরিক্ত প্রশাসক মো. লুৎফর রহমানকে নেত্রকোনো জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক করা হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামকে সিলেট জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক করা হয়েছে। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মোহাম্মদ মোজাম্মেল হককে চাঁদপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়।
বিদ্যালয়হীন গ্রামের দেড় হাজার প্রাথমিক বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের উপ-পরিচালক মো. নিজাম উদ্দিনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশণের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা করা হয়েছে।
পরিবেশ ও বন মন্ত্রীর একান্ত সচিব ড. এ কে এম রফিক আহাম্মদকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক করা হয়েছে। ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে বদলির আদেশাধীন মো. জসিম উদ্দিনকে ওয়েজ অর্নাস কল্যাণ তহবিল পরিচালনা বোর্ডের উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
(ঢাকাটাইমস/ ৩ অক্টোবর/ এইচএফ/ ২২.১০ঘ.)