ঢাকা: দায়িত্বে অবহেলার অভিযোগে নোয়াখালীর দ্বীপ এলাকা হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। শনিবার পুলিশ সদরদপ্তরের এক আদেশে তাকে প্রত্যাহার করে নেয়া হয়।
শনিবার হাতিয়ায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু হাতিয়ার সাবেক সাংসদ ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোহাম্মদ আলী ও তার সন্ত্রাসী বাহিনী ওই সভা ঠেকাতে চেয়ারম্যান ঘাট থেকে মাইজদি পর্যন্ত সড়কে কয়েক গজ পর পর হাজার হাজার সরকারি গাছ কেটে ফেলে রাখে। এতে জেলা আওয়ামী লীগের নেতা ও পুলিশ সুপার হাতিয়ায় পৌঁছতে পারেননি। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারাও জারি করা হয়।
এদিকে স্থানীয় প্রশাসনের সামনে এলজিইডি ও বন বিভাগের হাজার হাজার গাছ উজাড় করার ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয় ওসি খোরশেদ আলমকে। পরে তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়।
(ঢাকাটাইমস/ ২৮ সেপ্টেম্বর/ এইচএফ/ ২০.৫০ঘ.)