logo ১৪ মে ২০২৫
দুই বছরের বহির্বিশ্ব ছুটিতে এআইজি প্রলয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৩ ১৪:০৬:৪৭
image


ঢাকা: প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তার দায়িত্বে থাকতেই পুলিশে বেশ প্রভাব প্রতিপত্তি ছিল তার। পরে ওই পদ থেকে সরিয়ে গতবছর অতিরিক্ত পুলিশ সুপার করা হয় তাকে। এমনকি জ্যেষ্ঠ অনেক কর্মকর্তাকে ডিঙিয়ে পুলিশ সদরদপ্তরে সহকারী পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত) দায়িত্ব পান প্রলয় কুমার জোয়ারদার। এনিয়ে পুলিশে চরম বিতর্কের মুখে পড়তে হয় তাকে। এখানেই শেষ নয়, সম্প্রতি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুবছরের বহির্বিশ্ব ছুটিও নিয়েছেন বলে পুলিশের একাধিক সূত্রে জানা গেছে।

 



সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানায়, বর্তমান সরকারের সময়ে বেশ দাপুটে পুলিশ কর্মকর্তা হিসেবে তার পরিচিতি রয়েছে। তা না হলে চাকরিতে কনিষ্ঠ হয়েও অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে টপকে এআইজি (ভারপ্রাপ্ত) পদ পাওয়া সম্ভব হত না। কিন্তু তার পরও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আতঙ্কে আছেন প্রলয় জোয়ারদার। যদি আগামীতে সরকারে পরিবর্তন আসে তাহলে তাকে বেকায়দায় পড়তে হতে পারে এমন আশঙ্কায় আগে ভাগেই বিদেশ পারি দিতে চাইছেন তিনি।

 



জানা গেছে, কদিন আগে পুলিশ সদরদপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই বছরের বহির্বিশ্ব ছুটির জন্য আবেদন করেন প্রলয় কুমার জোয়ারদার। আবেদনে বলা হয়েছিল তিনি যেদিন থেকে ছুটিতে যাবেন সেদিন থেকে দুবছরের ছুটি কার্যকর হবে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ জায়গাতে আপত্তি করলেও তার ছুটির আবেদন মঞ্জুর করে দিয়েছে। তবে ১৫ সেপ্টেম্বর থেকে তার ছুটি কার্যকর হয়েছে।

 



নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদরদপ্তরের একাধিক কর্মকর্তা ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রলয় কুমার জোয়ারদারকে স্বজনপ্রীতি মাধ্যমে অতিরিক্ত আইজি করা হয়েছে। তিনি আইজিপির বিশেষ আনুকূল্য পেয়েছেন। তা না হলে তার চেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা থাকতে তাকে এআইজি করা হত না। এনিয়ে পুলিশের মধ্যে ভেতরে ভেতরে অসন্তোষ রয়েছে বলেও জানায় পুলিশ সূত্র।  

 



যোগাযোগ করা হলে প্রলয় কুমার জোয়ারদার ছুটি নেয়ার বিষয়টি স্বীকার করে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘লন্ডনে বার-এট ল করার জন্য দু’বছরের ছুটি নিয়েছিলাম। কিন্তু চাকরি ও পারিবারিক কিছু বিষয় চিন্তা করে ছুটি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। গত বৃহস্পতিবার এবিষয়ে পুলিশ সদরদপ্তরে আবেদন করেছি। আবেদনটি সেখান থেকে স্বরাষ্ট্র্রমন্ত্রণালয়ে পাঠানো হবে।’



 



পরবর্তীতে আবার ছুটিতে যাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও বলতে পারছি না। তবে উচ্চ শিক্ষার জন্য প্রয়োজন হলে পরে তা দেখা যাবে।’    

 

জানতে চাইলে আইজিপি হাসান মাহমুদ খন্দকার ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘তার ছুটির বিষয়টি প্রক্রিয়াধীন ছিল এটুকুই আমি জানতাম। এর বেশিকিছু আমার জানা নেই।’

 



(ঢাকাটাইমস/ ১৬ সেপ্টেম্বর/ এইচএফ/ঘ.)