ঢাকা: আজ সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর এ বৈঠক হবে বলে জানা গেছে।
সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞার সভাপতিত্বে সভায় অংশ নেবেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব ও সচিব পদমর্যাদার ৭০ জন কর্মকর্তা। ইতোমধ্যে সভার আলোচ্যসূচি জানিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে। চিঠির আলোচ্যসূচিতে সার্বিক প্রশাসনিক বিষয়াদি ও বিবিধ উল্লেখ করা হলেও সচিবদের কর্মদক্ষতা ও সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়নসহ প্রশাসনিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রে জানা গেছে।
সরকারের শেষ সময়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ সচিব সভাকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন পদ্ধতি নিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনে অতিরিক্ত সচিব পদে আসন্ন পদোন্নতিকে সামনে রেখে এ সভা বিশেষ গুরুত্বই বহন করছে কর্মকর্তাদের কাছে।
এর আগে গত বছর ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১২তম সচিব সভা অনুষ্ঠিত হয়।