logo ১৫ মে ২০২৫
প্রশাসনে সচিব মর্যাদার পদ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
০২ সেপ্টেম্বর, ২০১৩ ১৫:৪৪:৩৯
image


ঢাকা: মহাজোট সরকারের শেষ সময়ে প্রশাসনে আরেক দফা পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে এর আগে যারা পদোন্নতি পাননি তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া বেতন কাঠামো অনুযায়ী অর্ধশতাধিক দ্বিতীয় গ্রেডের পদের মান উন্নয়ন করে গ্রেড-১ ভুক্ত করা হবে। সেই সঙ্গে, এসব পদে যারা কর্মরত আছেন তাদের সচিব পদমর্যাদা দেয়া হবে। সূত্র ঢাকাটাইমসকে এসব তথ্য জানিয়েছে।

 

জা্না গেছে, দুদিন আগে সুপিরিয়র সিলেকশন বোর্ড-এসএসবির সভায় পদোন্নতি বঞ্চিতদের বিষয়ে আলোচনা হয়। সরকারের বাকি সময়ের মধ্যে তাদের পদোন্নতি দেয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া  হয় ওই সভা থেকে।  এছাড়া গত জুলাই থেকে কার্যকর করে প্রজাতন্ত্রের কর্মচারীদের ২০ শতাংশ হারে মহার্ঘভাতা দেয়া হবে। শিগগির এসব সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে।  

 

এ ব্যাপারে জানতে চাইলে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম বলেন, যেসব পদ গ্রেড-২ রয়েছে সেগুলোকে গ্রেড-১ এ উন্নীত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।  উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতির বিষয়টি বিবেচনা করতে এসএসবি গত সোম ও মঙ্গলবার বৈঠক করেছে। এছাড়া মহার্ঘভাতার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

 

যাদের বেঞ্চমার্কসহ প্রাসঙ্গিক সব যোগ্যতা আছে, তাদের সবাইকেই পদোন্নতি দেয়ার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবহান সিকদার জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনের অধিদপ্তর, দপ্তর বা সংস্থার প্রধান পদটিকে গ্রেড-১ এ উন্নীত করার কাজ প্রায় শেষ। যে কোন সময় এ বিষয়ে আদেশ জারি হতে পারে। সূত্রমতে, ইতিমধ্যে প্রধানমন্ত্রী বিষয়টির অনুমোদন করেছেন। শিগগির রাজধানীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে সচিব পদমর্যাদার নতুন পদগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিতে পারেন।

 

জানা গেছে, জনপ্রশাসনে ইতিমধ্যে নয়টি সিনিয়র সচিবের পদ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি পুলিশেও সাতটি পদকে গ্রেড-১ ভুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর বিভিন্ন পদেরও মান উন্নয়ন করা হচ্ছে। জেসিওদের পদকে দ্বিতীয় থেকে প্রথম এবং সার্জেন্ট ও সমমানের পদকে তৃতীয় থেকে দ্বিতীয় করা হচ্ছে। সৈনিক থেকে মেজর পর্যন্ত ১২টি পদের অবসরের বয়সও বাড়ানো হচ্ছে।

 

বর্তমানে জনপ্রশাসনে ৬৮টি সচিবের পদ রয়েছে। কিন্তু দেড় শতাধিক অতিরিক্ত সচিব বা অতিরিক্ত সচিবের পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা রয়েছেন যাদের পদের মান উন্নয়ন না করলে তাদের মধ্যকার যোগ্য অনেক কর্মকর্তাই সচিব হওয়ার স্বাদ পাবেন না। এসব বিবেচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধিদপ্তরের প্রধান-এর পদকে সচিব পদমর্যাদায় উন্নীত করা হচ্ছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সচিব পদের জন্য দাবি জোরালো হচ্ছে। এজন্য মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের প্রধান কর্মকর্তার পদকেও সচিব পদমর্যাদায় উন্নীত করার চিন্তাভাবনা করতে হচ্ছে। এক্ষেত্রে ভারতের প্রশাসনিক ব্যবস্থাকে অনুসরণ করা হতে পারে। সেখানে পুলিশের আইজি আছেন চারজন। আবার প্রশাসনেও দায়িত্ব ভেদে সচিব রয়েছেন।

 

সূত্র জানায়, এ কাজ করার পর ১৯৮২ ব্যাচের বেশ কয়েকজন সচিবকে আবার সিনিয়র সচিব করা হতে পারে। যেসব অধিদপ্তর বা সংস্থা প্রধানের পদ গ্রেড-১ ভুক্ত করে সচিব পদমর্যাদায় উন্নীত করা হচ্ছে সেগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি, শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি, খাদ্য অধিদপ্তরের ডিজি, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বিসিআইসির চেয়ারম্যান, রপ্তানী উন্নয়ন ব্যুরোর চেয়ারম্যান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল অধিদপ্তরের চেয়ারম্যান ইত্যাদি।

 

সর্বশেষ ১৭ জুলাই ৩৪৫ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়া হয়। ৮২ থেকে শুরু করে ৮৬ পর্যন্ত প্রায় সাড়ে ৩০০ কর্মকর্তা পদোন্নতিবঞ্চিত রয়েছেন।