logo ১৫ মে ২০২৫
ছাত্রলীগ নেতা লাঞ্ছিত: ভোলার তিন পুলিশ সদস্য প্রত্যাহার
ভোলা প্রতিনিধি, ঢাকা টাইমস
১২ সেপ্টেম্বর, ২০১৩ ১২:১৫:৫৮
image


ভোলা: ভোলার চরফ্যাশন থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তাদের মধ্যে এক উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল রয়েছেন। জেলা ছাত্রলীগের সেক্রেটারি আকতার হোসেনকে লাঞ্ছিত ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

 

পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, দায়িত্বপালনে অবহেলার অভিযোগে এদের ভোলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

 

 

ভোলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বুধবার রাত ১টার দিকে এসআই রেজাউল করীম, এএসআই মাহমুদুল হাসান ও কনস্টেবল কবীরকে প্রত্যাহারের নির্দেশ দেন।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে চরফ্যাশন থানা পুলিশের একটি দল জেলা ছাত্রলীগ সেক্রেটারি আকতার হোসেনকে আটক করে তার সঙ্গে খারাপ আচরণ করে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও থানায় হামলার চেষ্টা চালায়।

 

 

(ঢাকাটাইমস/ ১২ সেপ্টেম্বর/ এইচএফ/ ১১.৪৪ঘ.)