ঢাকা: বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. আব্দুল লতিফকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) করা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার ভৌমিককে কুমিল্লা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক করা হয়েছে। অন্যদিকে ওই পদের কর্মকর্তা সৈয়দ মাহবুব খানকে নোয়াখালী জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক করা হয়েছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আয়াতুল ইসলামকে মানিকগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে এ রদবদল করা হয়।
অপর এক আদেশে নোয়খালীর জেলার সহকারী কমিশনার বেগম শিউলী রহমান তিন্নিকে ঢাকায় ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/ ৩০ সেপ্টেম্বর/ এইচএফ/ ১৮.০৪ঘ.)