ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক সত্য রঞ্জন মন্ডলকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি প্রকল্পের উপপরিচালক করা হয়েছে। ফুড প্ল্যানিং এন্ড মনিটারিং ইউনিটের গবেষণা পরিচালক সৈয়স এমদাদুল হককে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির পরিচালক করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব জালাল উদ্দিন আহমেদকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়।
সড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরীকে বগুড়া সেনানিবাসের এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিককে দুদক সচিবের একান্ত সচিব করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব বেগম তাহমিনা জাকারিয়াকে কালিয়াকৈরে নির্মাণাধীন হাইটেক পার্ক প্রকল্পের সহকারী পরিচালক করা হয়েছে। বিনিয়োগ বোর্ডের উপপরিচালক আরিফ আহমেদকে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের উপরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/ ৩১ অক্টোবর/ এইচএফ/ ১৯.৪২ঘ.)