ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে শুক্রবার তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন জেড এম আসাদুজ্জামান।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, প্রশাসনিক কারণে তাকে পরিবর্তন করা হয়েছে।
গত বুধবার ১৮ দলের হরতালের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁও সদর আকচা ইউনিয়নের ঢোলারহাট এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় ওসি আমিনুল ইসলামকে রুহিয়া থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। কয়েক দিন আগে রাণীশংকৈল থানার ওসি পৃথ্বীশ কুমার সরকারকে প্রত্যাহার করা হয়।
(ঢাকাটাইমস/১নভেম্বর/প্রতিনিধি/এমআর/ঘ.)