যুগ্মসচিব-উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ নভেম্বর, ২০১৩ ২০:৫০:১৮

ঢাকা: প্রশাসনের যুগ্মসচিব, উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে বেশকিছু রদবদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক এনাকে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্তির আদেশ বাতিল করা হয়েছে।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জেনারেল ম্যানেজার (পরিবহন) পদে বদলির আদেশাধীন খন্দকার ওলিউর রহমানকে রাজউকের পরিচালক (জোনাল), জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্যাহ হারুন পাশাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাহিদ ইসলামকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল (এনএসডিসি) -এর উপপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়নের জন্য ন্যস্তকৃত সিনিয়র সহকারী সচিব মোস্তাক আহমেদকে বাংলাদেশ রেলওয়ের (পাকশী, পাবনা) ডিভিশনাল এস্টেট অফিসার পদে বদলি করা হয়েছে।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ইউএনও মো. ফিরোজ আহমেদকে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধার ফুলছড়ির ইউএনও মেহেদী উল শহীদকে নওগাঁর অতিরিক্তি জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ চৌধুরীকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারেক মোহাম্মদ জাকারিয়াকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত, গাইবান্ধার জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার বেগম হাবিবা শারমিনকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (সাভার)- এর উপপরিচালক মনোয়ার হোসেন মাল্লাকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষে খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত, হবিগঞ্জ জেলার মাধবপুরের ইউএনও এস. এম সোহরাব হোসেনকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষে খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখার ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ গোলাম কিবরিয়াকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, মো. রফিকুল ইসলাম ও রিয়াসাত আল ওয়াসিফকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী দীন মোহাম্মদকে এক বছরের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে, ১১ জানুয়ারি ২০১৪ বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব পদে আনিসা আমিনের চুক্তিভিত্তিক নিয়োগ ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার পদে এটিএম মনিরুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতন রূপকার পদে বেগম জিনাত হামিদের চুক্তিভিত্তিক নিয়োগ ১ নভেম্বর ২০১৩ থেকে পরবর্তী ১ বছরের বৃদ্ধি করা হয়েছে।
ডিএমপি রমনা ট্রাফিক জোনের পুলিশ সার্জেন্ট মো. রেজাউল করিমকে ঢাকা পরিবহন সম্বনয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)- এর ক্লিন এয়ার সাসটেইনেবল এনভায়রনমেন্ট শীর্ষ প্রকল্পে এনফোর্সমেন্ট ইউনিটের সার্জেন্ট পদে নিয়োগ করা হয়েছে।
(ঢাকাটাইমস/ ৪ নভেম্বর/ এইচএফ/ ২০.৪৮ঘ.)