logo ১৪ মে ২০২৫
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ নভেম্বর, ২০১৩ ২২:০৪:৫৮
image

ঢাকা: কর্মকর্তা-কর্মচারীদের বিরোধিতার মুখে মোহাম্মদ ইকবালকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে বদলি করা হয়েছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আতোয়ার রহমানকে নিয়োগ দেয়া হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ রদবদল করা হয়।


এর আগে মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। এতে উল্লেখ করা হয় মোহাম্মদ ইকবাল একজন জামায়াত পন্থী লোক। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ভাল চোখে দেখেন না। তাদের অকথ্য ভাষায় গালিগালাজও করেন। এছাড়া বড় ধরনের মাদক ব্যবসায়ীদের সঙ্গেও তার যোগাযোগ সম্পর্ক রয়েছে। বিভিন্ন জনের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারাও পান তিনি। এই বিজ্ঞপ্তি ছাপার একদিন পর তাকে ওই পদ থেকে দ্রুত সরিয়ে দেয়া হল।  


পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অপরূপ চৌধুরীকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি প্রকল্পের পরিচালক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিনকে তথ্য  ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।


ওএসডি কর্মকর্তা (যুগ্মসচিব) মো. আমির হোসেনকে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমির মো. নুরুজ্জামানকেও একই পদে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জাকির হোসেনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্প পরিচালক করা হয়েছে।


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব মো. আজিজুল ইসলামকে একই প্রতিষ্ঠানের সদস্য করা হয়েছে। ওএসডি কর্মকর্তা (যুগ্মসচিব) নন্দ দুলাল বণিককে বাংলাদেশ শিপিং করপোরেশন চট্টগ্রামের নির্বাহী পরিচালক (বাণিজ্যিক) করা হয়েছে।


দিয়ারা সেটেলমেন্ট ঢাকার কর্মকর্তা মো. গোলাম রব্বানীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে। ওএসডি কর্মকর্তা (যুগ্মসচিব) মো. এমদাদুল হককে বাংলাদেশে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে। ওএসডি কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ নূরে আলম সিদ্দিক,  মো. সারওয়ার জাহান ও বশির আহমেদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব করা হয়েছে।


(ঢাকাটাইমস/ ৬ নভেম্বর/ এইচএফ/ ২১.৫৬ঘ.)