logo ১৪ মে ২০২৫
তিন জেলায় নতুন প্রশাসক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ নভেম্বর, ২০১৩ ১৭:০৫:২১
image

ঢাকা: প্রত্যাহারের একদিন পর তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এসব নিয়োগ দেয়া হয়।    


আদেশ অনুযায়ী, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেনকে (ভোলার ডিসি হিসাবে বদলির আদেশাধীন) নীলফামারীর জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।


এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সেলিম রেজাকে (নীলফামারীর ডিসি হিসাবে বদলির আদেশাধীন) ভোলা এবং সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন খানকে (মুন্সিগঞ্জের ডিসি হিসাবে বদলির আদেশাধীন) জামালপুরের জেলা প্রশাসক করা হয়েছে।


(ঢাকাটাইমস/ ১২ নভেম্বর/ এইচএফ/ ১৭.০২ঘ.)