ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের আলোচিত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এস এম মেহেদী হাসানকে ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আজ বৃহস্পতিবার এসব বদলির আদেশ হয়েছে। পুলিশের মতিঝিল বিভাগের এডিসি এস এম মেহেদি হাসানকে ওয়ারী বিভাগে বদলি করে ওয়ারী বিভাগের এডিসি শফিকুর রহমানকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্বানুমতি না নিয়ে গতকাল হরতাল চলাকালে বিএনপি কার্যালয় থেকে তিন নারী সাংসদকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। এর জন্য এডিসি মেহেদিকে দায়ী করে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ১১ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির প্রথম সারির কেন্দ্রীয় নেতাসহ ১৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দিয়ে আলোচনায় উঠে আসেন মেহেদি।
তবে মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আশরাফুজ্জামান বলেন, ‘কোনো অভিযোগের ভিত্তিতে নয়। এটি রুটিন ট্রান্সফার।’
(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এমএম)