সিলেট: দায়িত্বে অবহেলার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর উত্তর) ইব্রাহীম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোম্পানীগঞ্জের নতুন ওসি হিসাবে মোহাম্মদ দেলওয়ার হোসেন দায়িত্ব নিয়েছেন।
সূত্রমতে, পুলিশের সামনে জোড়া খুনের ঘটনায় বদলি করা হয়েছে এ চার পুলিশ কর্মকর্তাকে। তাদের মধ্যে রয়েছেন-কোম্পানীগঞ্জের ওসি সালেহ উদ্দিন আহমদ, ডিবি পুলিশের এ এস আই সিদ্দিক। এছাড়া দুইজন এসআইও রয়েছেন। তবে, তাদের নাম জানা যায়নি।
প্রসঙ্গত, গত রবিবার কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা এবং আওয়ামী লীগ কর্মী আব্দুল আলী পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে আব্দুল আলীর চাচা হরমুজ আলী (৫৫) ও নূরুল আমিন(২৪) নিহত হন।
(ঢাকাটাইমস/ ১৪ নভেম্বর/ এইচএফ/ ১২.০২ঘ.)