সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় আওয়ামী লীগ নেতা আবু রায়হান হত্যার ঘটনায় দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেরামত আলী ও সেকেন্ড অফিসার এসআই আব্দুল আজিজকে শুক্রবার প্রত্যাহার করা হয়েছে।
তার স্থালাভিষিক্ত হয়েছেন শ্যামনগর থানার (ওসি) তারক নাথ।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ, গত বৃস্পতিবার রাত আটটায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে আওয়ামী লীগ নেতা আবু রায়হানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
(ঢাকাটাইমস/ ২২ নভেম্বর/ প্রতিনিধি/ ইইউ/ ১৭.০৮ঘ.)