অফিস শুরু করেছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ নভেম্বর, ২০১৩ ১২:১৬:৫২

ঢাকা: অফিস করতে শুরু করেছেন সরকারের নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম দিন নতুন মন্ত্রীরা কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হচ্ছেন ও দায়িত্ব বুঝে নিচ্ছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রওশন এরশাদ সচিবালয়ে পৌঁছান রবিবার সকাল সাড়ে ১০টার দিকে। কর্মকর্তরা এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি কার্যালয়ে নিজের আসনে বসেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে দপ্তরে আসেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া রাশেদ খান মেনন। এ সময় কয়েকজন শীর্ষ কর্মকর্তা তাকে স্বাগত জানান। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করবেন বলেও জানা গেছে।
ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আমির হোসেন আমু এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া সালমা ইসলামও সকাল ১০টার মধ্যে নিজ নিজ কার্যালয়ে পৌঁছান।
পুরনো মন্ত্রীদের মধ্যে রেলের দায়িত্বে থাকা মো. মুজিবুল হক নির্বাচনকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়েরও দেখভাল করবেন। আর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আগের দায়িত্বের সঙ্গে এবার যোগ হযেছে সংস্কৃতি মন্ত্রণালয়। তারা দুজনও সকালে নতুন অফিসে এসেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্বাচনকালীন মন্ত্রিসভার দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পুরনো ৩০ জন বাদ পড়ায় এখন শেখ হাসিনাসহ মন্ত্রিসভায় সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জন।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এএসএ)