logo ১৪ মে ২০২৫
সচিব হলেন কাদের সরকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ নভেম্বর, ২০১৩ ১৭:৫৬:১৪
image


ঢাকা: পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম. এ কাদের সরকারকে সচিব করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ পদায়ন দেয়া হয়।



আদেশে বলা হয়, এম. এ কাদের সরকারের বর্তমান প্রেষণ বাতিল করে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় স্ববেতনে সচিব পদে প্রেষণে নিয়োগ করা হল।



প্রেষণ শেষে তিনি তাঁর ক্যাডারের নিজ পদে ফিরে যাবেন।


(ঢাকাটাইমস/ ২৪ নভেম্বর/ এইচএফ/ ১৭.৫০ঘ.)