logo ১৪ মে ২০২৫
পুলিশের শীর্ষ পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ নভেম্বর, ২০১৩ ১৮:১১:৫৬
image


ঢাকা: পুলিশের শীর্ষ পদে পাঁচ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। রবিবার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশফাকুল নুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনপত্রে এ তথ্য জানানো হয়েছে।

সিলেট মহানগরের পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিকে বাংলাদেশ টুরিস্ট পুলিশের ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে সিলেট মহানগরের পুলিশ কমিশনার করা হয়েছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে ঢাকা স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। এছাড়া রংপুর পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হাসানকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এএ/জেডএ)