logo ১৪ মে ২০২৫
দুই সিটি করপোরেশনে প্রশাসক বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ নভেম্বর, ২০১৩ ১২:৩২:৫৭
image


ঢাকা : সরকার ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। মঙ্গলবার রাতে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলামগীরকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদারকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেয়া হয়েছে।

আলাদা আদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক আখতার হোসেন ভূঁইয়াকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে বদলি করা হয়েছে।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুককে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে, অতিরিক্ত সচিব (আরডিএর মহাপরিচালক পদে বদলীরে আদেশাধীন) এস এম মাহবুবুর রহমানকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক করে বদলি করা হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মনকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি প্রকল্পের পরিচালক এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মনতোষ ধরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/ ২৭নভেম্বর/ এআর/ ঘ.)