দায়িত্বে অবহেলা: বগুড়ায় পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ নভেম্বর, ২০১৩ ১৪:৪১:১০

বগুড়া: দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বগুড়ায় পুলিশের এক কর্মকর্তাসহ পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা পুলিশের নির্দেশে ওই পাঁচজনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
ওই পাঁচ পুলিশ সদস্য হলেন সদর থানার ফুলবাড়ী ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুনর রশিদ, হাবিলদার আবুল কালাম, কনস্টেবল আবদুল মান্নান, গণেশ চন্দ্র ও প্রভাষ চন্দ্র।
তাদেরকে শহরের ফুলবাড়ী ফাঁড়ি থেকে প্রত্যাহার করে (ক্লোজড) পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে মঙ্গলবার উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার সময় তারা দায়িত্ব পালনে অবহেলা করেন।
নির্বাচন কমিশন কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ ও ল্যাপটপ লুটের ঘটনায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।
মঙ্গলবার অবরোধ চলাকালে বগুড়া সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে ককটেল হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। উপজেলা নির্বাচন কার্যালয়ের কম্পিউটার অপারেটর সুলতান মাহমুদকে মারধর করে কমিশনের একটি ল্যাপটপ লুট করে দুর্বৃত্তরা। পরে কার্যালয়ে আগুন দেয় তারা। আগুনে কার্যালয়ে রক্ষিত খসড়া ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র, রেজিস্টার, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের তালিকাসহ যাবতীয় নথি পুড়ে যায়। ঘটনার সময় ওই পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
মামলা: এ ঘটনায় মঙ্গলবার রাতেই উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত আট- দশজনকে আসামি করা হয়।
(ঢাকাটাইমস/ ২৭ নভেম্বর/ এইচএফ/ ১৪.৩০ঘ.)