logo ১৪ মে ২০২৫
নতুন ৪ উপদেষ্টার দায়িত্ব বণ্টন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
০৪ ডিসেম্বর, ২০১৩ ১৯:২০:৪৩
image

ঢাকা: নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নবনিযুক্ত চার উপদেষ্টার দায়িত্ব বণ্টন করেছেন।


বুধবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


চার জনের মধ্যে ব্যারিস্টার শফিক আহমেদকে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা এবং দিলীপ বড়ুয়াকে কৃষি, শিল্প ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে।


আনোয়ার হোসেন মঞ্জুকে নৌ-পরিবহন এবং ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা এবং জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে স্বাস্থ্য ও নারী উন্নয়ন বিষয়ক উপদেষ্টা করা হয়েছে।


(ঢাকাটাইমস/০৪ ডিসেম্বর/এজে)