ঢাকা: চট্টগ্রাম মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের চারটি পদে রদবদল করা হয়েছে। রবিবার সকালে চট্রগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো.শফিকুল ইসলামের রদবদলের এ আদেশ দেন।
সিএমপির পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার জানান, স্বাভাবিক দাপ্তরিক প্রক্রিয়ার অংশ হিসেবে উপ কমিশনার ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার চারটি পদে রদবদল করা হয়েছে। আশা করছি, এ রদবদলের মাধ্যমে আমরা নগরবাসীকে আরও উন্নত সেবা দিতে পারব।
সিএমপির পুলিশের উপ কমিশনার (পশ্চিম জোন) সুজায়েত ইসলামকে ট্রাফিক বিভাগের উপ কমিশনার (বন্দর জোন) বদলি করা হয়েছে, পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম জোন) আরেফিন জুয়েলকে বদলি করে ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর জোন) করা হয়েছে। অপরদিকে ট্রাফিক বিভাগের উপ কমিশনার (বন্দর জোন) নীহার রঞ্জন হাওলাদারকে উপ কমিশনার (পশ্চিম জোন) করা হয়েছে। সিএমপি পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর জোন) এস এম তানভীর আরাফাতকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পশ্চিম জোন) করা হয়েছে।
(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এএ /জেডএ.)