যাদের দপ্তর বদল হয়েছে
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে থাকা ১৬ জন যুগ্মসচিব পদ পেয়েছে, তার মধ্যে বেগম নাসরীন আক্তারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ওএসডি অন্য যুগ্মসচিবদের মধ্যে গোলাম মো. হাসিবুল আলমকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, আকরাম হোসেন ও মোহাম্মদ আজহারুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, মো. হাবিবুর রহমান খানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আব্দুল হাইকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক, মুহাম্মদ শওকত আলীকে বিআরটিএ সচিব, মো. জামাল হোসেনকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য, আবুল হাশেমকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য, আব্দুল হালিম মোল্লাকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক, রবীন্দ্র নাথ শর্মাকে পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক করা হয়েছে।
এ এস এম ইমদাদুল দস্তগীরকে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক, কে এম কবির আহমেদকে কোর্ট অব ওয়ার্ডস ঢাকা নওয়াব এস্টেট এর ম্যনেজার (ভূমি সংস্কার বোর্ড), আজিজুল আলমকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক, এম মাহাবুব উল আলমকে প্রকল্প পরিচালক (খাদ্য বিভাগ), ডা. মো. সাজেদুল হাসানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের উপপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক(যুগ্মসচিব) মোহাম্মদ মাহফুজুল হক ও সমাজকল্যান মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মো. দোলোয়ার হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বদলি হওয়া যুগ্মসচিবদের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক লোকমান হোসেন মিয়াকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিআরটিএ সচিব নুরুল ইসলামকে বিসিকের পরিচালক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মো. সেফাউল আলমকে আইএমইডির মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহমুদা আখতারকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে বিদ্যুত বিভাগের অতিরিক্ত সচিব মো. মোফাজ্জেল হোসেনকে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভলপমেন্ট প্রকল্পের পরিচালক (সড়ক বিভাগ) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৮ ডিসেম্বর/জেডএ)