logo ১৪ মে ২০২৫
এবার সাতক্ষীরার জেলা প্রশাসক প্রত্যাহার
সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
১৮ ডিসেম্বর, ২০১৩ ২০:২৪:৩০
image

সাতক্ষীরা: সাতক্ষীরায় পুলিশ সুপারের পর এবার প্রত্যাহার করা হলো জেলা প্রশাসক ড. মো. আনোয়ার হোসেন হাওলাদারকে। তার স্থলে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমুল আহসানকে। আগামী ২/১ দিনের মধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।


মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের বদলির আদেশ সাতক্ষীরায় এসে পৌঁছায়।


সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক লস্কর তাজুল ইসলাম জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে সাতক্ষীরার জেলা প্রশাসক ড. মো. আনোয়ার হোসেন হাওলাদারকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তার স্থলে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমুল আহসানকে। আগামী ২/১ দিনের মধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলেও জানান তিনি।


এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে গত ১২ ডিসেম্বর সাতক্ষীরার পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়। বর্তমানে সেখানে যৌথবাহিনীর অভিযান চলছে।


(ঢাকাটাইমস/১৮ ডিসেম্বর/প্রতিনিধি/জেডএ)