logo ১৪ মে ২০২৫
পুলিশ প্রশাসনে ফের রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ ডিসেম্বর, ২০১৩ ১৯:০৩:১৬
image

ঢাকা: পুলিশ প্রশাসনে আবারো রদবদল করা হয়েছে। এক ডিআইজি ও দুই পুলিশ সুপার (এসপি) বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিশন থেকে প্রত্যাগত ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বদলি করে পুলিশ সদরদপ্তরে ডিআইজির চলতি দায়িত্ব দেয়া হয়েছে।


এছাড়া লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মনিরুজ্জামানকে বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ আবুল ফয়েজকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৯ ডিসেম্বর/এএ/এজে)