সিলেট: গোপনে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এমন ১৫১ জনের তালিকা করা হয়েছে। এসব পুলিশ সদস্যদের বদলির ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এনিয়ে সিলেটের পুলিশ প্রশাসনে ভেতরে ভেতরে ব্যাপক তোলপাড় চলছে বলে সংশ্লিষ্ট সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে।
পুলিশের একাধিক সূত্রে জানা যায়, পুলিশের কর্মকর্তাদের সঙ্গে-জামায়াতের যোগাযোগ-সম্পর্ক বন্ধে এসএমপির নবাগত কমিশনার শেখ মিজানুর রহমান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতিতেই অভিযুক্তদের তালিকা করেন। পরে তালিকাটি ফাঁস হয়ে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটি স্থগিত করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিযুক্ত জানান, সিলেটে অন্য জেলার অনেক পুলিশ সদস্য আছেন। যারা দীর্ঘ চার বছর ধরে এসএমপির এক থানাতেই কাজ করছেন। এদের সঙ্গে জামায়াতের যোগাযোগ-সম্পর্কের বিস্তর অভিযোগ থাকলেও এখনও বহাল তবিয়তে আছেন তারা।
সূত্র মতে, এসএমপির সন্দেহভাজন কর্তকর্তাদের কললিস্ট চেক করে দেখা গেছে, ১৫১ জন সদস্যদের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের যোগাযোগ রয়েছে। এর মধ্যে ২০ জনের সঙ্গে যোগাযোগ খুব বেশি। এসব পুলিশ সদস্যরা সিলেটের স্থানীয় বাসিন্দা।
প্রসঙ্গত, সম্প্রতি হরতাল-অবরোধ কর্মসূচিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বেপরোয়াভাবে মোটরসাইকেল বাহিনী নিয়ে নাশকতা সৃষ্টি করছে। পুলিশ তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালালেও সফল হচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখতে ওপর উপর মহল থেকে চাপ সৃষ্টি হলে এবিষয়টি অনুসন্ধানে নামে পুলিশ প্রশাসন।
এবিষয়ে এসএমপি’র কশিনার মিজানুর রহমান বলেন, ‘মোবাইল ফোনের যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হয়েছে অন্য একটি বিশেষ কাজে। তবে বদলির কোনো তালিকা তৈরি করা হয়নি’।
(ঢাকাটাইমস/ ১৯ ডিসেম্বর/ প্রতিনিধি/ ইইউ/এইচএফ/ঘ.)