logo ১৪ মে ২০২৫
খিলক্ষেত থানায় ফিরলেন বরখাস্ত ওসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ ডিসেম্বর, ২০১৩ ২২:৪৫:১৯
image

ঢাকা: পরিবারের সদস্যদের নিয়ে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়া মহানগর পুলিশের খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন হঠাৎ দেশে ফিরে এসেছেন। খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) এ তথ্য নিশ্চিত করেছেন।


শুক্রবার সন্ধ্যায় শামীম হোসেন কর্মস্থল রাজধানীর খিলক্ষেত থানায় যোগ দিতে গেলে জানতে পারেন, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


কর্তৃপক্ষকে না জানিয়ে গত ১৫ ডিসেম্বর দুপুরে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে শামীম হোসেন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। তবে এর দুদিন পর (১৭ ডিসেম্বর) মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়, তিনি অসুস্থতাজনিত ছুটির আবেদন করেছেন। এরপর থেকে তিনি অনুপস্থিত ছিলেন।


ওসির হঠাৎ ফিরে আসা প্রসঙ্গে জানতে চাইলে রাতে ঢাকা মহানগর পুলিশ সদরদপ্তরের উপ-কমিশনার (প্রশাসন) মো. আনোয়ার হোসেন জানান, দুই দিন আগে শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কোথায় গিয়েছিলেন সে বিষয়ে গুলশান বিভাগ তদন্ত করছে। 


এ ব্যাপারে গুলশান অঞ্চল পুলিশের উপ-কমিশনার লুৎফুল কবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনকল রিসিভ করেননি।


(ঢাকাটাইমস/২০ ডিসেম্বর/এএ/এজে)