logo ১২ মে ২০২৫
এনবিআর চেয়ারম্যানের মেয়াদ ১ বছর বাড়ল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জানুয়ারি, ২০১৪ ২২:৪৬:৩৩
image

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। একই সঙ্গে ও কৃষি মন্ত্রণালয়ের সচিবের চাকরির মেয়াদও এক বছর বৃদ্ধি করা হয়েছে।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেনের চাকরির মেয়াদ আগামী ৯ জানুয়ারি শেষ হবে।


তাদের অবসরোত্তর ছুটি বাতিল করে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদে চুক্তিভিক্তিক নিয়োগ দেয়া হলো।


একইভাবে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এস এম নাজমুল ইসলামকে চুক্তিভিক্তিক নিয়োগ দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/০৬ জানুয়ারি/এজে)