logo ১২ আগস্ট ২০২৫
স্বরাষ্ট্র সচিব-আইজিপি মুখ দেখাদেখি বন্ধ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জানুয়ারি, ২০১৪ ২৩:০৩:৪৬
image


ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মোস্তাক ও আইজিপি হাসান মাহমুদ খন্দকারের সম্পর্কে মারাত্মক অবনতি হয়েছে বলে সরকারের একাধিক সূত্রে জানা গেছে। সচিবালয়, পুলিশ সদর দফতর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রগুলো নিশ্চিত করেছে, দু’জনের মধ্যে কথা বলাবলির সম্পর্ক আপাতত নেই। মুখ দেখাদেখিও কার্যত বন্ধ।

সূত্রগুলো জানায়, আইজিপির পদকে সিনিয়র সচিবের মর্যাদা দেয়ার পর থেকে বর্তমান আইজিপি মন্ত্রণালয়কে রীতিমতো উপেক্ষা করছেন, এমন অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের। মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে পুলিশ সদর দফতর কিছু সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করেছে, যাকে কোনোভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা মেনে নিতে পারেননি।

খোদ প্রধানমন্ত্রীকে এ বিষয়টি সিনিয়র স্বরাষ্ট্র সচিব অবহিত করেছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন বলে সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে আশ্বস্ত করেছেন।

তবে সিনিয়র স্বরাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীকে বলেছেন, এ আইজিপি যেভাবে তাদের উপেক্ষা করে চলেন তাতে তার সঙ্গে কাজের সম্পর্ক রাখা সম্ভব নয়। বিষয়টি গত ২ জানুয়ারি সচিব কমিটির সভায়ও আলোচনা হয় বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এআর)