logo ১২ মে ২০২৫
মখা আলমগীরকে নিয়ে পুলিশে কানাঘুষা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জানুয়ারি, ২০১৪ ২৩:০৬:১৩
image


ঢাকা: পুলিশের পদস্থ কিছু কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেয়া, কয়েকজনকে পদোন্নতির বন্দোবস্ত করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এজন্য মোটা অঙ্কের লেনদেন হয়েছিল বলেও আলোচনা আছে। কিন্তু নির্বাচনকালীন সরকারে দায়িত্ব না পাওয়ায় তা আর সম্ভব হয়ে ওঠেনি।

যে সমস্ত কর্মকর্তা লোভনীয় পদের আশায় মোটা অঙ্কের টাকা ব্যয় করেছেন তারা কেউ কেউ বিভিন্ন মাধ্যমে উপঢৌকন ফেরত পাওয়ারও চেষ্টা করছেন।

পুলিশের উচ্চপর্যায়ে গত কিছুদিন ধরে এসব নিয়ে নানা মুখরোচক আলোচনা আছে। এমন আলোচনাও আছে, ডিআইজি পর্যায়ের একজন কর্মকর্তা শেষমেশ উপঢৌকনও ফেরত আনতে সক্ষম হয়েছেন।

(ঢাকাটাইমস/০৭ জানুয়ারি/এআর )