logo ১১ মে ২০২৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জানুয়ারি, ২০১৪ ১৭:৫১:১২
image

ঢাকা: শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে থাকা আবুল কালাম আজাদ।


সচিব মর্যাদার আরো তিন কর্মকর্তার পদে সোমবার রদবদল এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন সচিব আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের দায়িত্ব পান গত বছর। এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এবং আওয়ামী লীগের গত সরকারের শুরুর দিকেও বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন তিনি।


১৮৮২ সালের বিসিএস ‘স্পেশাল ব্যাচের’ কর্মকর্তা আজাদের জন্ম ১৯৭৫ সালের ৭ জানুয়ারি, জামালপুরে। ২০১৬ সালের ৬ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা।


অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নতুন সচিব হয়েছেন বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন। তার জায়গায় বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব করা হয়েছে বেসরকারিকরণ কমিশনের সদস্য সুরাইয়া বেগমকে।


আলাদা আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে থাকা সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে বেসরকারিকরণ কমিশনের সদস্য করা হয়েছে। পদ্মা সেতু দুর্নীতি মামলার আসামি সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে গত বছর সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়।



এদিকে আজ সোমবারই পৃথক একটি আদেশে ৮০জন যুগ্মসচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে।



(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এমএম)