ঢাকা: প্রশাসনে ৮০ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পদোন্নতিপ্রাপ্তদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যন্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার জানান, এই কর্মকর্তাদের পদোন্নতির প্রক্রিয়া আগেই সমাপ্ত করে রাখা হয়েছিল। নতুন সরকার কাজ শুরু করার প্রথম দিনেই এ পদোন্নতি কার্যকর করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ৮০ জনের পদোন্নতি দেওয়ায় বর্তমানে প্রশাসনে অতিরিক্ত সচিব ৩০৭ জন এবং যুগ্মসচিব থাকলেন ৭০৪ জন। অথচ জনপ্রশাসনে অতিরিক্ত সচিবের পদ আছে ১০৮টি এবং যুগ্মসচিবের পদ রয়েছে ৪৩০টি।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক মো. আবুল হোসেন, পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক গণেশ চন্দ্র সরকার, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলাউদ্দিন, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিজ উদ্দিন আহমেদ, বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস আব্দুর রউফ চৌধুরী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব বিমান কুমার সাহা, পিজিসিবির পরিচালক মো. জিন্নাতুল হক, কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. ফিরোজ সালাহউদ্দিন, বিসিএসআইআর’র সদস্য মো. মাহফুজার রহমান সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. গোলাম মোস্তফা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে সংযুক্ত মো. নুর উদ্দিন আহমেদ, বিপিএটিসি’র এমডিএস মো. আকরাম হোসেইন, গভর্নেস ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মো. আবদুল হালিম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ এম এম আজহার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেগম পরাগ, বিপিএটিসি’র এমডিএস মো. মাহমুদুল হাসান, এনটিআরসি’র সদস্য মো. রফিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শওকত মোস্তফা, বাণিজ্য মন্ত্রণালয়ের বিইজিপি প্রকল্পের পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ এস মাহমুদ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক প্রশান্ত কুমার রায়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মিজানুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রূপন কান্তি শীল, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের পরিচালক মাহমুদা মিন আরা, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এএসএম মাহবুবুল আলম, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেগম ভিকারুন নেসা, সামরিক ভূসম্পত্তি অধিদফতরের পরিচালক মিয়া আবদুল্লাহ মামুন, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোখলেসুর রহমান, আরইবি’র সদস্য গোলাম মোস্তফা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জাহাঙ্গীর আলম, রাজউকের সদস্য মো. হেলাল উদ্দিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রইছ উল আলম ম-ল, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এসএম হারুন অর রশীদ, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. নুরুল আমীন, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ইব্রাহিম হোসেন খান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. বজলুর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব গোকুল চাঁদ দাস, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুবীর কিশোর চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার নির্বাহি পরিচালক নাজনীন বেগম, দুদক’র ডিজি মো. শামসুল আরেফীন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেগম জাহান আরা পারভীন, পরিকল্পনা বিভাগের যুগ্মসচিব বেগম ওএন সিদ্দীকা খানম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেগম মাহবুবা মশকুর, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেগম মাফরুহা সুলতানা, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্মসচিব বেগম রোকসানা কাদের, বিএসএল’র সচিব মো. ইমতিয়াজ হোসেন চৌধুরী, ঢাকার উপ-ভূমি সংস্কার কমিশনার মো. রফিকুল আলম, রাষ্ট্রপতির কার্যালয়ের যুগ্মসচিব বেগম মাহবুবা হাসনাত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব বেগম কামরুন নাহার আহমেদ, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. গাউস, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মো. ফারুক জলিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুল হাকিম, পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক মো. মিজানুর রহমান, সড়ক বিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দিন, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শশী কুমার সিংহ, গণযোগাযোগ ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফয়েজ আহমেদ ভুঁইয়া, ইআরডি’র যুগ্মসচিব মোহাম্মদ আসিফ উজ জামান, দুদক’র ডিজি মো. জিয়াউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাজিম্ উদ্দিন চৌধুরী, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব মো. আব্দুর রউফ, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম নুর জাহান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব মো. আনোয়ার হোসেন, ট্যারিফ কমিশনের সদস্য শেখ আব্দুল মান্নান, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদ আলম, এনডিসি’র সিনিয়র ডাইরেক্টিং স্টাফ এফ এম নুরুস সাফা চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্মসচিব আবুল হাসেম মো. আবদুল্লাহ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সংযুক্ত যুগ্মসচিব জামাল আব্দুন নাসের, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য খন্দকার আখতারুজ্জামান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য মো: সানোয়ার আলী, বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশনের পরিচালক মো: এরশাদ হোসেন (এনডিসি), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ ওয়াই এম গোলাম কিবরীয়া, বিপিএটিসি’র এমডিএস বেগম ফেরদৌস আক্তার, ন্যাশনাল আইসিটি ইন্ট্রা নেটওয়ার্কের প্রকল্প পরিচালক মো: ময়েন উদ্দিন খান, অর্থ বিভাগের যুগ্মসচিব মমতাজ-আলা শাকুর আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: শওকত আলী ওয়ারেসী।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এমএম)