logo ১১ মে ২০২৫
ঢাকা মহানগর পুলিশে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জানুয়ারি, ২০১৪ ২১:৪৬:২২
image

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ কিছু পদে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার রাতে ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস হোসেনকে ডিএমপির গোয়েন্দা পূর্ব বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপি লাইনওয়ারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মিজানুর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), কলাবাগান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমানকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ক্যান্টনমেন্ট থানার ওসি মো. সালাহ উদ্দিনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বদলি করা হয়েছে।


এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মনিরুজ্জামানকে কোতোয়ালী থানায়, কোতোয়ালী থানার ওসি মো. শাহ আলমকে বিমানবন্দর থানায়, বিমানবন্দর থানার ওসি মো. সামসুদ্দিন সালেহ আহাম্মেদ চৌধুরীকে ডিএমপির গোয়েন্দা দক্ষিণ বিভাগের পরিদর্শক (ওসি) পদে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।


(ঢাকাটাইমস/৩০ জানুয়ারি/এএ/এজে)