logo ১১ মে ২০২৫
তৃপ্তি ও অহংকার নিয়ে বিদায় নিচ্ছি: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ২২:৫৩:২৫
image

ঢাকা: নির্বাচন কমিশনের সচিব ড. মোহাম্মদ সাদিক দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে আজ বিদায় নিলেন।

আজ বৃহস্পতিবার তিনি শেষ কর্মদিবস কাটান। বিদায় বেলায় তিনি বলেন, বেশ তৃপ্তি ও অহংকার নিয়েই বিদায় নিচ্ছি। সত্যি আমি আপনাদের ভালোবাসি। খুব মিস করবো সবাইকে।


প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী রকিবউদ্দীন আহমদসহ চার নির্বাচন কমিশনারের কাছ থেকে বিদায় নেন।


সূত্র মতে, ড. সাদিক ৮২ ব্যাচের সরকারি আমলা। তিনি সরকারি চাকুরি পাশাপাশি কবি হিসেবেও সুনাম কুড়িয়েছেন।

এর আগে এটিএম শামসুল হুদার বিগত কমিশনের সঙ্গে বছর খানেক কাজ করেছেন। কাজের অভিজ্ঞতার আলোকে তিনি কাজী রকিব উদ্দীনের কমিশনের অধীনেও কাজ করে দশম সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করেন। তাকে শিক্ষা সচিব হিসাবে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/বিআই/ ঘ)