logo ১১ মে ২০২৫
বিচারপতির মর্যাদা পাচ্ছেন ফরাসউদ্দিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ ফেব্রুয়ারি, ২০১৪ ১৮:১৬:২৩
image


ঢাকা: বেতন ও চাকরি কমিশনের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিনসহ পূর্ণকালীন চার সদস্য বিচারপতির মর্যাদা পাচ্ছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আলাদা আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, ফরাসউদ্দিনকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় বেতন ও চাকরি কমিশনের সভাপতি (পূর্ণকালীন) হিসেবে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

২০১৩ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে ১৬ সদস্যের বেতন ও চাকরি কমিশন গঠন করে সরকার।

তাদের মধ্যে কমিশনের পূর্ণকালীন তিন সদস্য সাবেক হিসাব মহা নিয়ন্ত্রক মো. সাহাদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব খুরশীদ আলম এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাবেক সচিব মুহম্মদ আবুল কাশেমকে সচিব পদমর্যাদায় ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

বেতন ও চাকরি কমিশনের সভাপতিসহ চার সদস্যের নিয়োগ ভূতাপেক্ষভাবে গত বছরের ১৭ ডিসেম্বর থেকে ধরা হয়েছে।

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এজে)