প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ ফেব্রুয়ারি, ২০১৪ ১৭:৫৬:০৬
ঢাকা: প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পেলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক তছির আহাম্মদ।
গত রবিবার তথ্য মন্ত্রণালয় এ নিয়োগের আদেশ দেয়। বুধবার নতুন কর্মস্থলে যোগ দেবেন তিনি।
১৯৮২ ব্যাচের (নিয়মিত) তথ্য ক্যাডারের কর্মকর্তা তছির ২০০৯ সালে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পান।
এর আগে তিনি তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ উপ-প্রধান তথ্য কর্মকর্তা এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করেন।
একই আদেশে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন নাহারকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এতোদিন প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পালন করে আসা আমিনুল ইসলামের চাকরির মেয়াদ মঙ্গলবারই শেষ হচ্ছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ২০১২ সালের ১৮ জুন প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।
(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/এজে)