জনপ্রশাসনে বরিশাল-কুমিল্লার প্রাধান্য
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ মার্চ, ২০১৪ ১৯:৫৬:১০

ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেকের দেয়া তথ্য মতে, দেশে সচিব পর্যায়ে সবচেয়ে বেশি কর্মকর্তার বাড়ি বরিশালে। অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব দুই-ই বেশি কুমিল্লায়। দেশের ২৯ জেলায় কোনো সচিব নেই।
রবিবার জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য দেন।
জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলাম সংসদে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিবের জেলাভিত্তিক ও ধর্মভিত্তিক তালিকা চান।
প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক জানান, সচিব পর্যায়ে সবচেয়ে বেশি কর্মকর্তার বাড়ি বরিশালে। ৬২ জন সচিবের মধ্যে পাঁচজন এই জেলার।
তিনি সংসদে যে তালিকা উপস্থাপন করেন, সেখানে অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব এ দুই পদেই সবচেয়ে বেশি কর্মকর্তা বেশি কুমিল্লার। কুমিল্লায় বাড়ি ১৯ জন অতিরিক্ত সচিব ও ৪৩ জন যুগ্ম-সচিবের। উপ-সচিবের সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে, ৬১ জন।
ইসমত আরা সাদেক বলেন, ‘৬২ জন সচিবের মধ্যে মুসলিম কর্মকর্তা ৫৯ জন ও হিন্দু ধর্মাবলম্বী কর্মকর্তার সংখ্যা তিনজন, অতিরিক্ত সচিবের মধ্যে ২৫৮ জন মুসলিম, হিন্দু ৪০ জন, খ্রিস্টান দুইজন, বৌদ্ধ চারজন।’
‘যুগ্ম-সচিবের মধ্যে মুসলিম ৮০১ জন, হিন্দু ১২১ জন, খ্রিস্টান তিনজন ও বৌদ্ধ দুইজন। উপ-সচিবদের মধ্যে মুসলিম এক হাজার ১৭৩ জন, হিন্দু ১২৮ জন, খ্রিস্টান একজন ও বৌদ্ধ আটজন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে তিনজন সচিব, ৪৬ জন অতিরিক্ত সচিব, ১৩৯ জন যুগ্ম-সচিব ও ৭৭ জন উপসচিব ওএসডি (বিশেষ দায়িত্বে থাকা) হয়ে রয়েছেন।’
রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক জনপ্রশাসনে শুন্য পদের সংখ্যা এবং এসব পদে নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে জানতে চান।
ইসমাত আরা সাদেক বলেন, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে দুই লাখ ৭৫ হাজার ৯৬৪টি পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/০৯ মার্চ/এজে)