logo ১১ মে ২০২৫
আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ মার্চ, ২০১৪ ০০:০১:১৮
image

ঢাকা: বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০১৩। চার দিনব্যাপী চলবে এ অনুষ্ঠান। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন মাঠে কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।


পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্টপতি,প্রধানমন্ত্রী,স্বরাষ্টমন্ত্রী,স্বরাষ্ট সচিব ও মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) পৃথক পৃথক বাণী দিয়েছেন। জাতীয় দৈনিক পত্রিকাসমূহ এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।


পুলিশ সপ্তাহে ২০১৩ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সদস্যদের মধ্যে মোট চার ধরনের পদক দেয়া হবে। এগুলো হলো-বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম),বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা ও রাষ্টপতি পুলিশ পদক (পিপিএম) সেবা।


পুলিশ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে রয়েছে, প্রথম দিন বৃহস্পতিবার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সম্মেলন; দ্বিতীয় দিন শুক্রবার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আইজিপির সম্মেলন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা; তৃতীয় দিন শনিবার শিল্ড প্যারেডের পুরস্কার বিতরণ, একই দিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণ, শেষ দিন রবিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুলিশ অফিসার্স মেসের বার্ষিক সাধারণ সভা এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কর্মরত পুলিশ অফিসারদের সম্মেলনের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শেষ হবে।


(ঢাকাটাইমস/৫ মার্চ/এএ/এজে)