ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ও ইন্সপেক্টর (তদন্ত) নাছিম আহম্মেদ এবং চকবাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) মুহাম্মদ আলমগীর ভূঞাকে বদলী করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ও ইন্সপেক্টর (তদন্ত) নাছিম আহম্মেদকে ডিএমপি’র কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে বদলী করা হয়েছে। অপরদিকে, চকবাজার থানার ইন্সপেক্টর মুহাম্মদ আলমগীরকে রামপুরা ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে বদলী করা হয়েছে।
ডিএমপির একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার রামপুরা এলাকায় কোটি টাকার স্বর্ণ আটকের ঘটনার পর ২৭০টি বারের মধ্যে ২০০ টি গায়েব করে ৭০ টি দেখানো হয়। এ ঘটনা জানাজানি পর সন্ধ্যায় রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ও ইন্সপেক্টর (তদন্ত) নাছিম আহম্মেদকে ডিএমপি’র কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে বদলী করা হয়।
(ঢাকাটাইমস/১৮মার্চ /এএ/জেডএ.)