ছেলেকে এপিএস বানালেন সাজেদা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ মার্চ, ২০১৪ ১২:০৯:০৯
ঢাকা: ছেলে আয়মন আকবর চৌধুরীকে সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেয়া হয়।
আদেশে বলা হয়, সংসদ উপনেতার ইচ্ছায় আয়মন আকবরকে তাঁর এপিএস হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সৈয়দা সাজেদা চৌধুরী যতদিন সংসদ উপনেতার পদে থাকবেন ততদিন আয়মন আকবর ওই পদে থাকতে পারবেন।
প্রসঙ্গত,সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) নির্বাচনী এলাকায় তাঁর ছেলেকে নিয়ে নানা নেতিবাচক প্রচারণা রয়েছে। সরকারের আগের মেয়াদে এলাকায় নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতিতে জড়িয়েছেন আয়মন আকবর। কিন্তু ছেলের বিরুদ্ধে সব রকমের অভিযোগের ব্যাপারে সাজেদা চৌধুরী বরাবরই নির্বিকার ছিলেন। যা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
(ঢাকাটাইমস/ ১২ মার্চ/ এইচএফ/ ১২.০৬ঘ.)