পিএসসির নতুন সদস্য মাইন উদ্দিন খন্দকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ এপ্রিল, ২০১৪ ১৮:০৪:৪৪

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকারকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত অবস্থায় ছিলেন।
নতুন সদস্য নিয়োগ করায় পিএসসির সদস্য সংখ্যা দাঁড়ালো ১৩।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালীন অবস্থায় গত ১৩ জানুয়ারি মাইন উদ্দিন পিআরএলে যান।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর দুটি আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কম্পট্রোলার পদে মো. আবুল বাশার ও উপ-প্রেস সচিব পদে মনিরুন নেছার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। তারা দু’জনই প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত বা তার সন্তুষ্টি সাপেক্ষে এ পদে থাকবেন।
এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্য একটি আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব অলিউল্লাহকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে বদলি করা হয়েছে। একইভাবে মো. এনামুল কাদের খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রণালয়ে, প্রাইভেটাইজেশন কমিশনের উপপরিচালক তৌফিকুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ে ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১এপ্রিল/এমএম/এএসএ)