বদলি করা হচ্ছে ১০ এএসপিকে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ এপ্রিল, ২০১৪ ১৯:৫৮:৪১

ঢাকা: দেশের বিভিন্ন জেলায় ১০ সহকারি পুলিশ সুপার (এএসপি) পদে রদবদল করা হচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকে চাহিদার ভিত্তিতে গত বৃহস্পতিবার এসব কর্মকর্তাদের রদবদলের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির দেয়া অনুমোদনের চিঠিটি রবিবার পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হবে। চিঠিটির একটি অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবরও পাঠানো হবে।
ইসির সহকারি সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত ওই চিঠি থেকে জনা গেছে, ঢাকায় এসএসএফ-এ দায়িত্বরত জ্যেষ্ঠ এএসপি মাসুদ আলমকে একই পদে জামালপুর, ১১ এপিবিএনে দায়িত্বরত এএসপি কাজী মাকসুদা লিমাকে এসএসএফ হিসেবে ঢাকায়, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে দায়িত্বরত মোহাম্মদ রফিকুল ইসলামকে নাটোর সদর সার্কেলে বদলি করা হচ্ছে।
পুলিশ একাডেমিতে দায়িত্বরত আরেক কর্মকর্তা মোহাম্মদ রইছ উদ্দিনকে একই পদে রংপুরে, র্যাবে দায়িত্বরত এএসপি চিত্ত রঞ্জন পালকে রাঙ্গামাটি সদর সার্কেলে, শিল্পাঞ্চল পুলিশে দায়িত্বরত নুতান চাকমাকে কক্সবাজার ট্রাফিক বিভাগে, চট্টগ্রাম মোট্রপলিট্রন পুলিশের জ্যেষ্ঠ এএসপি সৈয়দ মেজবাহ উদ্দিনকে ফেনীতে ডিএসবি হিসেবে বদলি করা হচ্ছে।
এছাড়া ১১ এপিবিএনে দায়িত্বরত এএসপি কানিজ ফাতেমাকে মুন্সিগঞ্জ সদরে, খুলনা মেট্রপলিট্রন পুলিশে দায়িত্বরত এএসপি মোহাম্মদ মতিয়ার রহমানকে কুষ্টিয়া সদরে, ও কুষ্টিয়া সদরে দায়িত্বরত এএসপি সুদীপ্ত সরকারকে বরিশাল সদর সার্কেলে বদলি করা হচ্ছে।
(ঢাকাটাইমস/৫এপ্রিল/ইরা/এএসএ)