logo ১২ আগস্ট ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ এপ্রিল, ২০১৪ ১৮:২০:২৪
image

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘কনস্ট্রাকশন অব ইলেকশন রিসোর্স সেন্টার’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সিভিল সার্ভিস কর্মকর্তা (উপসচিব) প্রদোষ কান্তি দাসকে তার বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-৩ শাখায় বদলি করা হয়েছে।


প্রত্নতত্ব অধিদপ্তরের উপপরিচালক মো. মকবুল হোসেনকে জেলা পরিষদের প্রধান নির্বাহী পদে পদায়ন করা হয়েছে।  


পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মুহাম্মদ আবু নঈমকে গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহা. আলমগীর হোসেনকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


বেতন ও চাকরি কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব এস এম হুমায়ুন কবির সরকারকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আজগর আলীকে রাজশাহী বিভাগের বদলি করা হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. রুমানা আক্তার, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিউল হোসেন এবং পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্তকৃত মেডিকেল অফিসার ডা. সাইদুজ্জামান মোহাম্মদ শোয়েবকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মেডিকেল অফিসার পদে বদলি করা হয়েছে।


বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল মো. জাহিদুর রহমানকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল শেখ শহীদুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের লক্ষ্যে তাকে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।


(ঢাকাটাইমস/০৭ এপ্রিল/এজে)