logo ১১ মে ২০২৫
অবসরে যাচ্ছেন বিচারক শরীফ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ এপ্রিল, ২০১৪ ১৩:৪১:২০
image

ঢাকা: অবসরে যাচ্ছেন নাটোরের নারী ও শিশু নির্াতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শরীফ উদ্দিন। তিনি চাকুরি বিধি অনুযায়ী চলতি বছরের ১১ জুন সরকারি চাকরি হতে অবসরে যাবেন। এ ছাড়া ১২ জুন থেকে ২০১৫ সালের ১১ জুন পর্ন্ত তার অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হয়েছে।


বুধবার আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ এক আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, আগামী ১০ জুনের মধ্যে শরীফ উদ্দিন সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজের কাছে দায়িত্ব অর্পণ করে অবসরোত্তর ছুটিতে যাবেন।


(ঢাকাটাইমস/৯এপ্রিল/এমএম)